নগরকান্দায় ফসলি জমি থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় সোমবার (১৯ জানুয়ারি) ফসলি জমি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Nagarkanda
নগরকান্দা থানা, ফরিদপুর
নগরকান্দা থানা, ফরিদপুর |নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় ফসলি জমি থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার রামনগর ইউনিয়নের ভজেরডাঙ্গী গ্রামের পশ্চিম চকের একটি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে ভজেরডাঙ্গী গ্রামের পশ্চিম চকে ইমরুল হকের ফসলি জমিতে স্থাপিত বৈদ্যুতিক খুঁটির নিচে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা। জায়গাটি স্থানীয় মিজানুরের মেশিন সেটের পাশে অবস্থিত। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত পুলিশে খবর দেন।

খবর পেয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। লাশের পরিচয় নিশ্চিত করতে ফরিদপুর থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিটকেও খবর দেয়া হয়। সিআইডি টিম ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও পরিচয় শনাক্তের চেষ্টা চালায়। তবে তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। পরিচয় নিশ্চিত হতে এবং মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পুলিশি তদন্ত চলমান রয়েছে।’