জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুরে কমলগঞ্জ প্রেস ক্লাবে কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে ঐক্যবদ্ধ ও শান্তিপূর্ণ উন্নত দেশ গড়তে চাই। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গঠনই আমাদের লক্ষ্য।’
স্থানীয় উন্নয়ন সম্ভাবনা নিয়ে অ্যাডভোকেট আব্দুর রব বলেন, ‘পর্যটন, কৃষি ও অবকাঠামো খাতের বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও দীর্ঘদিন অবহেলিত। পরিকল্পিত উদ্যোগ নিলে কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের পরিবর্তন সম্ভব।’
তিনি আরো বলেন, ‘দক্ষ ও সৎ নেতৃত্ব ছাড়া দেশের উন্নয়ন স্থায়ী হয় না। সংখ্যালঘু-সংখ্যাগুরু সবার মিলেই বাংলাদেশ এ সম্প্রীতি রক্ষা করেই এগিয়ে যেতে হবে।’
আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন
কমলগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো: মাসুক মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: কামরুল ইসলাম, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি মো: মামুনুর রশীদসহ উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।



