রাঙ্গামাটির ফুরমোন পাহাড়ে উপজাতীয় সশস্ত্র সন্ত্রাসীদের হাতে পর্যটকদের হেনস্থা, মোবাইল ছিনতাই ও চাঁদাবাজির অভিযোগে রাঙ্গামাটিতে বিক্ষোভ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
শুক্রবার (২ জানুয়ারি) জুমার নামাজের পর রাঙ্গামাটি শহরে বনরূপা পেট্রোল পাম্পের সামনে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য, পর্যটন বিষয়ক আহ্বায়ক মো: হাবীব আজম, পিসিএনপির রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান।
এর আগে জুমার নামাজের পর রাঙ্গামাটির কাঠালতলী মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা পেট্রোল পাম্প চত্বরে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, রাঙ্গামাটির ফুরমোন পাহাড়ে উপহাতীয় সশস্ত্র সন্ত্রাসীরা পর্যটকদের গতিরোধ করে নানা হেনস্থা করে তল্লাশি, মোবাইল ছিনতাই ও চাঁদাবাজিতে জড়িত। নারী পর্যটকদের সাথেও অশোভন আচরণের অভিযোগ উঠে।
বক্তারা বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত না হলে পাহাড়ের পর্যটন শিল্প মারাত্মক হুমকির মুখে পড়বে। অবিলম্বে রাঙ্গামাটিসহ তিন পার্বত্য জেলার সকল পর্যটন কেন্দ্র সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের কঠোর ও নিয়মিত যৌথ অভিযানের দাবি জানান তারা।



