বাগাতিপাড়ায় গলায় গামছা পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার

বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্রমালঞ্চি গ্রামের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মো: আব্দুল আওয়াল, বাগাতিপাড়া (নাটোর)

Location :

Natore
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

নাটোরের বাগাতিপাড়ায় গলায় গামছা পেঁচানো অবস্থায় নরশেদ আলী (৬৩) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের ক্ষিদ্রমালঞ্চি গ্রামের মোল্লাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নরশেদ আলী পেশায় একজন ভিক্ষুক ছিলেন বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে পেটের ব্যথা ও আলসারে ভুগছিলেন। অসহনীয় শারীরিক যন্ত্রণায় বেশিভাগই কাতর হয়ে পড়তেন। প্রথম স্ত্রী মারা যাওয়ার পর তিনি পুনরায় বিবাহ করেন। সংসারে আর্থিক সংকট, তিন বেলা খাবারের অনিশ্চয়তা এবং শারীরিক কষ্টে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। গত বুধবার তার স্ত্রীর সাথে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, শারীরিক যন্ত্রণা ও পারিবারিক টানাপোড়েনের কারণে তিনি আত্মহত্যা করতে পারেন।

বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, ‘ঘটনাটি সম্পর্কে একটি অভিযোগ পাওয়া গেছে। লাশ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’