মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বরাইদ ইউনিয়নে দুইটি বাড়িতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে সাভার গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তৈয়ব আলী জানান, রাত আনুমানিক ২টার দিকে চোরেরা তার টিনের ঘরের পেছন ও পশ্চিম পাশে সিঁধ কেটে ভেতরে ঢুকে আলমারিতে রাখা নগদ এক লাখ ৩০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার, দু’টি স্মার্টফোন ও একটি বটম মোবাইল চুরি করে। ভোরে ঘুম থেকে উঠে চুরির বিষয়টি টের পান।
একই রাতে পাশের বাড়ির আরিফ মিয়ার বাড়িতেও একইভাবে চুরির ঘটনা ঘটে। তিনি জানান, তার ঘরের পশ্চিম পাশে সিঁধ কেটে চোরেরা ভেতরে ঢুকে নগদ পাঁচ হাজার টাকা ও দুইটি বটম মোবাইল নিয়ে যায়।
স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: রমজান আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ এমন ঘটনায় আমরা সবাই চিন্তিত। ভুক্তভোগীদের থানায় অভিযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।’
সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’