নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) অবকাঠামো উন্নয়ন ও আধুনিকায়নের জন্য তিন শ’ ৩৪ কোটি ৪৬ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
সোমবার (১ ডিসেম্বর) ২০২৫-২৬ অর্থবছরের ষষ্ঠ একনেক সভায় প্রকল্পটি পাস হয়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, প্রকল্পের আওতায় অ্যাকাডেমিক, প্রশাসনিক, গবেষণা ও সহায়ক অবকাঠামো সম্প্রসারণের পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পরিবেশ তৈরির উদ্যোগ নেয়া হয়েছে।
মোট বরাদ্দের মধ্যে সবচেয়ে বড় অংশ ব্যয় হবে অ্যাকাডেমিক ভবন-৩ নির্মাণে, যার ব্যয় নির্ধারণ করা হয়েছে এক শ’ ৫২ কোটি ৬৩ লাখ টাকা। এছাড়া স্কুল ও কলেজ নির্মাণে আট কোটি ৭৩ লাখ টাকা, কেন্দ্রীয় মসজিদের দ্বিতীয় তলা নির্মাণে তিন কোটি তিন লাখ টাকা, কেন্দ্রীয় লাইব্রেরি আধুনিকায়নে দু’ কোটি ৮১ লাখ টাকা, ১০০ কিলোভোল্টের সাব-স্টেশন স্থাপনে এক কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
এছাড়া শিক্ষক ও কর্মকর্তা ভবনে লিফট স্থাপনে দু’ কোটি ৫২ লাখ টাকা, ১৫০ কিলোভোল্টের জেনারেটর ক্রয়ে ৬২ লাখ টাকা, ক্যাম্পাসজুড়ে এলইডি লাইট স্থাপনে ৭২ লাখ টাকা, আন্ডারগ্রাউন্ড বিদ্যুৎ সংযোগে ছয় কোটি টাকা, বৈজ্ঞানিক যন্ত্রপাতি ক্রয়ে এক শ’ ১৭ কোটি টাকা এবং অগ্নিনির্বাপণ সরঞ্জাম ক্রয়ে ৩৫ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।
পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক মো: আতাউর রহমান বলেন, ‘ভিসি স্যার এই প্রকল্প পাস করানোর জন্য অনেক পরিশ্রম করেছেন। স্যারের অক্লান্ত প্রচেষ্টার ফলেই আজ একনেকে অনুমোদন পেলাম। আজকের দিনটি নোবিপ্রবির জন্য অত্যন্ত আনন্দের।’
বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, ‘আজ নোবিপ্রবির বহুল প্রতীক্ষার অবসান হলো। এই অনুমোদনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, গবেষণা, অবকাঠামো ও প্রযুক্তিগত সুবিধায় আমূল পরিবর্তন আসবে। শিক্ষার্থীদের জন্য আরো আধুনিক, গবেষণাবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
তিনি আরো বলেন, ‘প্রকল্প বাস্তবায়ন হলে নোবিপ্রবি দেশের শীর্ষ গবেষণানির্ভর বিশ্ববিদ্যালয়গুলোর সারিতে জায়গা করে নেবে।’



