চলচ্চিত্র নির্মাতা নজরুলের মৃত্যু

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়।

নলডাঙ্গা (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
শেখ নজরুল ইসলাম আর নেই
শেখ নজরুল ইসলাম আর নেই |সংগৃহীত

‘চাঁদের আলো’সহ বহু জনপ্রিয় সিনেমার নির্মাতা নাটোরের শেখ নজরুল ইসলামের (৯০) মৃত্যু হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিস্থ ইবনে সিনা হাসপাতালে তার মৃত্যু হয়।

তিনি নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের মরহুম মহির উদ্দিন শেখের ছেলে। তার শেষ ইচ্ছা অনুযায়ী নিজ গ্রামের কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

তিনি ঈদ মোবারক, নতুন পৃথিবী, সিংহ পুরুষ, পরিবর্তনসহ বিভিন্ন একক চলচ্চিত্র নির্মাণ করেছেন।