যশোর অফিস
আগামী ২৭ জানুয়ারি (মঙ্গলবার) যশোরে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এদিন সকাল ৮টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বিশাল জনসভার আয়োজন করা হয়েছে। জনসভায় আড়াই থেকে তিন লাখ লোকসমাগমের টার্গেট নিয়েছে যশোর জেলা জামায়াত।
রোববার ( ২৫ জানুয়ারি) বেলা সাড়ে ১২ টায় প্রেস ক্লাব যশোরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জেলা জামায়াত আমির অধ্যাপক গোলাম রসুল।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, যশোরের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণের কাজ চলছে। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে যাতে এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার দেয়া যায় সেটি সংগঠনের আমিরের নজরে আনা হবে। চিহ্নিত সমস্যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, ভবদহ জলাবদ্ধতা, মেডিক্যাল কলেজে হাসপাতাল চালু, সিটি করপোরেশন, ভৈরব সংস্কার, নওয়াপাড়া নদীবন্দর সংস্কার অন্যতম।
সংবাদ সম্মেলনে যশোর-৩ (সদর) আসনে জামায়াতের এমপি প্রার্থী আব্দুর কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস ও রেজাউল করিম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দীন বিশ্বাস, অফিস সেক্রেটারি নুর-ই-আলী নুর মামুন, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আবুল হাশিম রেজা, শহর শাখার ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন, পেশাজীবী থানার সভাপতি রশিদুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে এমপি প্রার্থী আব্দুল কাদের বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর লোকজন শহরসহ বিভিন্ন স্থানে তার বিলবোর্ড আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। হৈবতপুরে বিএনপির এক নেতার নেতৃত্বে জামায়াতের মহিলা কর্মীদের মারধর করেছে। তালবাড়িয়ায় মহিলাদের গণসংযোগে বিএনপি নেতা শহিদুল গালি দিতে হামলা চালাতে যান। এভাবে বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করার পরও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।
যশোরে এখনও পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড হয়নি বলে উল্লেখ করেন জেলা আমির গোলাম রসুল।



