সেন্টার ফর অ্যাগ্রিকালচার অ্যান্ড বায়োসায়েন্স ইন্টারন্যাশনালের (সিএবিআই) একটি প্রতিনিধি দল বুধবার (১৫ অক্টোবর) বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) পরিদর্শন করেছেন।
সিএবিআই বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. মো: সালেহ আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল বারি সদর দফতরে পৌঁছালে তাদের স্বাগত জানান ইনস্টিটিউটের বিজ্ঞানী ও কর্মকর্তাবৃন্দ। পরে বারি মহাপরিচালকের সভাকক্ষে প্রতিনিধি দলের সাথে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বারি’র মহাপরিচালক ড. মো: আব্দুল্লাহ ইউছুফ আখন্দ স্বাগত বক্তব্য রাখেন এবং ইনস্টিটিউটের চলমান গবেষণা কার্যক্রম, সাম্প্রতিক অগ্রগতি ও সাফল্যের ওপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন বারি’র পরিচালক (গবেষণা) ড. মুন্সী রাশীদ আহমদ, পরিচালক (সেবা ও সরবরাহ) ড. আশরাফ উদ্দিন আহমেদ, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. ফারুক আহমেদ, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. মো: মতিয়ার রহমানসহ বিভিন্ন কেন্দ্র ও বিভাগের সিনিয়র বিজ্ঞানীবৃন্দ।
প্রতিনিধি দল বারি’র গবেষণা কার্যক্রম ও অর্জন সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতা আরো জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন।