৭ মোটরসাইকেল উদ্ধার

যশোরে ডিবির হাতে মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য আটক

যশোর ডিবি পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম হোতা ও ৩০ মামলার আসামি শহিদের আরো চার সহযোগীকে আটক করেছে।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
যশোরে ডিবির হাতে মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য আটক
যশোরে ডিবির হাতে মোটরসাইকেল চোরচক্রের ৪ সদস্য আটক |নয়া দিগন্ত

যশোর ডিবি পুলিশ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের অন্যতম হোতা ও ৩০ মামলার আসামি শহিদের আরো চার সহযোগীকে আটক করেছে। এ সময় তাদের হেফাজত থেকে সাতটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে পুলিশ সুপার রওনক জাহান এ তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ৯ জুলাই যশোর শহরের পালবাড়ি এলাকা থেকে ডিবি পুলিশ এ চক্রের প্রধান হোতা নরেন্দ্রপুরের শহিদুল ইসলাম শহিদকে আটক করে। পরে তার দেয়া তথ্যমতে আরো ছয়জনকে আটক করা হয়। উদ্ধার করা হয় চারটি মোটরসাইকেল। এরপর বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জের বিভিন্ন এলাকা থেকে এই চক্রের আরো চারজনকে আটক করা হয়েছে।

আটকরা হচ্ছে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের জাকির হোসেনের ছেলে তামিম খান, গোপালগঞ্জ সদর উপজেলার মরহুম আলমগীর শেখের ছেলে মুরসালিন, একই উপজেলার সোনাকুড়া গ্রামের এনামুল শিকদারের ছেলে আজিম শিকদার ও কাশিয়ানী উপজেলার বাট্রাইধোবা গ্রামের মিজানুর রহমানের ছেলে হাসানুর রহমান।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) আহসান হাবীব, ডিবির অফিসার ইনচার্জ মঞ্জুরুল হক প্রমুখ।