শেরপুরে সাবেক ভূমিমন্ত্রী হিরা আটক

মঙ্গলবার (২৭ মে) বিকেলে আনুমানিক সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

জামালপুর প্রতিনিধি

Location :

Jamalpur
সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা
সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরা |নয়া দিগন্ত

জমি বিক্রির জন্য শেরপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়ে জনরোষের শিকার হয়ে সাবেক ভূমিমন্ত্রী ও জামালপুর সদর-৫ আসনের সাবেক এমপি রেজাউল করিম হিরা স্ত্রীসহ পুলিশি হেফাজতে আটক হয়েছিলেন।

মঙ্গলবার (২৭ মে) বিকেলে আনুমানিক সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।
তবে, রাতে তার বয়স ও শারীরিক অবস্থা বিবেচনা করে তাকে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে এবং জনরোষ থেকে রক্ষা করতে পুলিশ ও সেনাবাহিনীর (যৌথবাহিনী) সদস্যরা তাকে বাড়িতে পৌঁছে দিয়েছেন।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে সাবেক মন্ত্রী রেজাউল করিম হিরা যখন শেরপুর সাব রেজিস্ট্রারের অফিসে জমি বিক্রির প্রক্রিয়া সম্পন্ন করছিলেন, তখন সেখানে উপস্থিত শেরপুর জেলার ছাত্র-জনতা, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলসহ সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হলে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে শেরপুর সদর থানায় নিয়ে যায়। পরে রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, তার বয়স ও শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে স্ত্রীর জিম্মায় ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ-সেনাবাহিনীর যৌথদল তাকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেয়।

উল্লেখ্য, রেজাউল করিম হিরা ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচনে আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন।

শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: এমদাদুল হক সাংবাদিকদের কাছে সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হিরার আটক ও মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।