সিলেটে আরো একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিভাগে করোনা রোগীর সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। সিলেটে গত ২৪ ঘণ্টায় ২২ জনের নমুনা পরীক্ষা করে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। আক্রান্তদের চারজনই সিলেটের একমাত্র করোনা ডেডিকেটেড হাসপাতাল শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকীরা নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন।
শুক্রবার (৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: আনিসুর রহমান।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছরে এ পর্যন্ত ৪৬৭ জনের করোনা পরীক্ষা করে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আর এই সময়ে সিলেটে করোনায় মারা গেছেন দুইজন।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডা: আনিসুর রহমান বলেন, ‘করোনা ও ডেঙ্গুর বিষয়ে সারাদেশের তুলনায় সিলেটের সার্বিক পরিস্থিতি এখনো ভালো। চলতি বছরে সিলেটে কোভিড আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। মারা যাওয়া দুজনই একদিকে বয়সে বৃদ্ধ ছিলেন এবং শ্বাসকষ্টজনিত রোগসহ অন্য রোগে ভূগছিলেন।’
তিনি আরো বলেন, ‘করোনার সাথে ডেঙ্গুর প্রকোপও বাড়ছে। এ বিষয়ে বিশেষ করে করোনা কিংবা ডেঙ্গু আক্রান্ত হলে যে কেউ যদি নিজ থেকে আইসোলেটেড হয়ে যান তাহলে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ার ঝুঁকি অনেকটা কমে আসবে। বিষয়টি সবার নজর রাখতে হবে।’