বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী

তারেক রহমানের নেতৃত্বে জুলাই আন্দোলনে বিস্ফোরণ ঘটেছে, স্বৈরাচারের পতন হয়েছে

‘সকল বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। যে সকল শহীদরা বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে, ভোটের অধিকার আদায়ের লক্ষে, নতুন বাংলাদেশ গঠন করতে বিগত ১৬ বছর থেকে জুলাই-আগস্ট আন্দোলন পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারে না।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Dowarabazar
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী |নয়া দিগন্ত

‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জুলাই-আগস্ট আন্দোলনের বিস্ফোরণ ঘটেছে এবং দলের সর্বস্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টায় আন্দোলন সফল হয়েছে’ বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুনামগঞ্জ ৫-(ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মিজানুর রহমান চৌধুরী।

বুধবার (৬ আগস্ট) বিকেল ৪টার দিকে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা সদরে জুলাই গণ-অভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে মিজানুর রহমান চৌধুরী সমর্থিত (বলয়) দোয়ারাবাজার উপজেলা বিএনপি আয়োজিত বিজয় মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মিজানুর রহমান চৌধুরী বলেন, ‘সকল বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। যে সকল শহীদরা বাংলাদেশের গণতন্ত্র রক্ষার স্বার্থে, ভোটের অধিকার আদায়ের লক্ষে, নতুন বাংলাদেশ গঠন করতে বিগত ১৬ বছর থেকে জুলাই-আগস্ট আন্দোলন পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের রক্ত বৃথা যেতে পারে না। শহীদরা যে কারণে রক্তদিয়ে রাজপথ রঞ্জিত করেছে, তাদের সেই আশা-আকাঙ্ক্ষা আমাদের সকলে মিলে ঐক্যবদ্ধভাবে বাস্তবায়ন করে নতুন বাংলাদেশ গঠন করার লক্ষে কাজ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ও নির্দেশনায় বিগত ১৬ বছর আন্দোলন সংগ্রাম হয়েছে। এই আন্দোলন সংগ্রামের একটি পর্যায়ে জুলাই-আগস্টে বাংলাদেশের সকল শ্রেণি-পেশার মানুষ রাজপথে নেমে এসেছে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এবং পরিকল্পনায়। তারেক রহমানের পরিকল্পনায় গণঅভ্যুত্থানের মাধ্যমে খুনি, ফ্যাসিস্ট ও স্বৈরাচার হাসিনা বিগত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আজ হাসিনা মুক্ত বাংলাদেশ সৃষ্টি হয়েছে কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। আমরা বিএনপির নেতৃত্বে গণতন্ত্র প্রতিষ্ঠায় কাজ করতে চাই।’

উপজেলা পরিষদের সামন থেকে শুরু হওয়া বিজয় মিছিলটি উপজেলা সমাজসেবা কার্যালয়, দোয়ারাবাজার থানা ও দোয়ারাবাজার পদক্ষিণ করে উপজেলা ভূমি অফিসের সামনে সবায় মিলিত হয়।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলী মাস্টার, বর্তমান আহ্বায়ক কমিটি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মানিক মাস্টার, যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন, সদস্য খোরশেদ আলম, এইচ এম কামাল, তাইবুর রহমান, আফিকুল ইসলাম, নুর আলী ইমরান, যুবদলের সদস্য সচিব জামাল হোসেন, যুগ্ম-আহ্বায়ক আব্দুল আজিজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এরশাদুর রহমান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম শিমু, ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ইব্রাহিম আল মাসুম, তানবির আহমদ, বেলায়েত হোসেন, আজিজুল হক সুমন, কলেজ ছাত্রদলের আহ্বায়ক আমিনুর রহমান রিয়াদ, শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাসিমুল হুদা খুররমসহ মিজানুর রহমান চৌধুরী সমর্থিত উপজেলা বিএনপি, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতারা