নরসিংদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক শিল্পমন্ত্রী

মঙ্গলবার সকাল ১১টায় শুক্কুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা

Location :

Narsingdi
নরসিংদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক শিল্পমন্ত্রী
নরসিংদীতে পারিবারিক কবরস্থানে সমাহিত সাবেক শিল্পমন্ত্রী |নয়া দিগন্ত

সাবেক শিল্পমন্ত্রী, আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা ও সাবেক এমপি অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে তার গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার ব্রাহ্মনহাটা গ্রামে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১১টায় শুক্কুর মাহমুদ উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানাজার নামাজে ইমামতি করেন বাঘিবাবাড়ি মাদরাসার শিক্ষক মাওলানা শওকত আলী। এতে স্থানীয় জনসাধারণ ও মরহুমের আত্মীয়রা অংশ নেন। এর আগে, সোমবার রাতে রাজধানীর আজাদ মসজিদে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

গত বছরের ২৪ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের পতনের পর ২৪ সেপ্টেম্বর রাজধানীর গুলশান থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হন নূরুল মজিদ। এরপর থেকে তিনি ঢাকার কেন্দ্রীয় কারাগারে ছিলেন। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে গত রোববার তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন ১৯৮৬ সালে নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরে ২০০৮, ২০১৪, ২০১৯ এবং সর্বশেষ ২০২৪ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে পুনরায় নির্বাচিত হন। তিনি ২০১৯ সালে প্রথমবার এবং ২০২৪ সালে দ্বিতীয়বার শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি সেন্ট গ্রেগরি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএসএস ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পেশায় আইনজীবী নূরুল মজিদ বৃহত্তর ঢাকা জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বাংলাদেশ বার কাউন্সিল ট্রাইব্যুনালের সভাপতি ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর পট-পরিবর্তনের সময় তিনি যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন।