ফকিরহাটে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট)

Location :

Fakirhat
ফকিরহাটে লাশ উদ্ধার।
ফকিরহাটে লাশ উদ্ধার। |নয়া দিগন্ত

বাগেরহাটের ফকিরহাটে গাছের ডালের সাথে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মুজিবুর রহমান শেখ (৪৫) নামের এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার মোড়লডাঙ্গা এলাকায় একটি বাগান থেকে এ লাশ উদ্ধার করা হয়।

মুজিবুর রহমান ওই উপজেলার নলধা-মৌভোগ ইউনিয়নের মোড়লডাঙ্গা গ্রামে গোলাপ শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার সকালে বাড়ি থেকে কিছু দুরে মোড়লডাঙ্গা নিজাম শেখের বাগানের একটি মেহগনী গাছের ডালের সাথে গলাই ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় মুজিবুর রহমানের লাশ দেখতে পান স্থানীয়রা। এ সময় ৯৯৯ এ কল করে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে ফকিরহাট মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ উদ্ধার করেন।

মুজিবুরের ভাই জিল্লাল শেখ ও হাবি শেখ জানান, তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে তাকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে তার লাশ পাওয়া গেছে।

তারা আরো জানান, স্ত্রীর সাথে সম্পর্ক ভালো না থাকায় তার স্ত্রী দীর্ঘদিন বাবার বাড়িতে থাকেন। দুই ছেলে নিয়ে মুজিবুর রহমান নিজ বাড়িতে থাকতেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজজাক মীর জানান, ঘটনাস্থল থেকে লাশ

উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের কপালে আঘাতে চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে জানা যাবে কিভাবে তার মৃত্যু হয়েছে।