সাভারে নদীতে নেমে মাদরাসাছাত্র নিখোঁজ

সাভারে বংশী নদীতে গোসলের সময় পানির স্রোতে মো: সাইফুল ইসলাম (১৬) নিখোঁজ হয়েছেন। চার ঘণ্টা উদ্ধার অভিযান শেষে তার সন্ধান মেলেনি।

আমান উল্লাহ পাটওয়ারী, সাভার (ঢাকা)

Location :

Savar
মো: সাইফুল ইসলাম (১৬)
মো: সাইফুল ইসলাম (১৬) |নয়া দিগন্ত

ঢাকার সাভারে বংশী নদীতে গোসল করতে নেমে মো: সাইফুল ইসলাম (১৬) নামে এক মাদরাসা ছাত্র নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

নিখোঁজ সাইফুল ইসলাম সাভারের উলাইলে জামিয়া ইসলামিয়া মাদরাসার নবম শ্রেণির ছাত্র।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাইফুলসহ বন্ধু গোসল করতে বংশী নদীতে নামে। একপর্যায়ে তারা নদী সাঁতরে পার হওয়ার চেষ্টা করলে দুজন তীরে উঠতে সক্ষম হলেও সাইফুল পানির স্রোতে তলিয়ে যান। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের সহায়তায় ঢাকা থেকে ডুবুরি দল পৌনে ১১টা থেকে উদ্ধার অভিযান শুরু করে। তবে চার ঘণ্টা চেষ্টার পর তার সন্ধান না পেয়ে বিকেল ৩টার দিকে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।

সাভার ফায়ার সার্ভিসের ওয়ার হাউস পরিদর্শক মো: মাহরুল ইসলাম জানান, পানির তীব্র স্রোতের কারণে নিখোঁজ ছাত্রকে উদ্ধার করা সম্ভব হয়নি। তাই আমরা বেলা ৩টার সময় ৪ ঘণ্টা শেষে উদ্ধার অভিযান সমাপ্তি ঘোষণা করি।