নাটোরের বাগাতিপাড়ায় আলোচিত গৃহবধূ আন্নি খাতুন হত্যা মামলায় স্বামী পরশ মণ্ডলকে (২৩) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব বিষয়টি নিশ্চিত করে। এর আগে সোমবার রাতে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ভালুকাগাছী ইউনিয়নের ধোকড়াকুল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে স্ত্রী আন্নি খাতুন (২১) স্বামী পরশ মণ্ডলকে পরকীয়ায় বাধা দিলে বেশিভাগই তাকে মারধর করা হতো। গত ৮ সেপ্টেম্বর রাতেও একই কারণে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং বিষ পান করানো হয়। পরে গুরুতর অবস্থায় প্রথমে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তিন দিন চিকিৎসাধীন থাকার পর গত শুক্রবার তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই বোরহানুল ইসলাম পাঁচজনের নাম উল্লেখ করে বাগাতিপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার প্রকৃত রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারে মাঠে নামে র্যাব।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরশ মণ্ডল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য, গৃহবধূ আন্নি খাতুন পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে পরশ মণ্ডলের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন বিভিন্ন সময় তার ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালাতেন। গত সোমবার রাতে শ্বশুরবাড়ির লোকজন তাকে মারধর করে এবং মুখে কীটনাশক ঢেলে দেয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।