ঢাকার দোহার উপজেলার দোহার পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পৌরসভার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
সোমবার (১৮ আগস্ট) বেলা ১১টার উপজেলার জয়পাড়া কালেমা চত্বরে মানববন্ধনে অংশ নেয় পাঁচ শতাধিক বাসিন্দা। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে জয়পাড়া প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রাঙ্গণে এসে সমবেত হয়।
এ সময় বক্তারা বলেন, ‘পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে ৭ ও ৮ নম্বর পৌরবাসী হিসেবে আমরা কোনো নাগরিক সুযোগ সুবিধা পাই না। কোনো ধরনের সুযোগ-সুবিধা না পেলেও বছর শেষে আমাদের হাতে ধরিয়ে দেয় করের বোঝা। সময়মতো কর দিতে না পারায় নানা ধরনের হয়রানি করছে কর্মকর্তারা। পৌরবাসীর অনেকেরই এখন আয় রোজগার নেই। করের চাপে অনেকেই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে। এ থেকে আমরা পরিত্রাণ চাই। তাই পূর্বের ন্যায় আমাদেরকে সুতারপাড়া ইউনিয়নের অন্তভুক্ত করা হোক।’
এ বসময় বক্তব্য রখেন আব্দুল হালিম, অ্যাডভোকেট সুমন মুধা, করিম বেপারী, গিয়াস উদ্দিন, জুলহাস শরীফ প্রমুখ।
উল্লেখ্য, ২০০০ সালে জয়পাড়া ইউনিয়ন বাতিল করে পৌরসভায় রূপান্তর করা হয়।
পরে একটি প্রতিনিধি দল পৌর প্রশাসক তানিয়া তাবাসসুমের সাথে দেখা করলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে বিষয়টি জানাবেন বলে জানায়।