আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে গোবিন্দ চন্দ্র প্রামাণিক মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সাথে কয়েকজন শুভাকাঙ্খি উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র সংগ্রহ ও প্রার্থী হওয়ার বিষয়টি নিশ্চিত করে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তা নিয়ে দীর্ঘদিন কাজ করছি। সংসদে কেউ সংখ্যালঘু সম্প্রদায় ও সাধারণ মানুষের অধিকার এবং নিরাপত্তা নিয়ে কথা বলে না। এবার সংসদে যাতে এই সংখ্যালঘু সম্প্রদায়সহ সাধারণ মানুষের পক্ষে কথা বলতে পারি সেজন্য আমার বাড়ি রাজবাড়ি জেলায় হলেও হিন্দু অধ্যুষিত গোপালগঞ্জ-৩ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। যারা কোনো রাজনৈতিক দলের এমপি হন তাদের বাকস্বাধীনতা থাকে না। ইচ্ছে থাকলেও স্বাধীনভাবে কথা বলতে পারেন না। সে কারণে আমি স্বতন্ত্রভাবে নির্বাচন করছি। আমি সাধারণ মানুষের হয়ে সংসদে কথা বলতে চাই। নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে কথা বলতে চাই নিরপেক্ষভাবে। এমপি পদ জনগণ কর্তৃক অর্পিত দায়িত্ব। এই দায়িত্ব গ্রহণ করে অন্যকে উপহার দেয়া যায় না। আমি সকল মত সকল পথের মানুষের জন্য কথা বলতে চাই। এলাকার উন্নয়ন চাই। হিন্দু সম্প্রদায়ের পক্ষে পার্লামেন্টে আজ পর্যন্ত কেউ কোনো ভূমিকা রাখে নাই, ফলে অধিকার বঞ্চিত হতে হতে হিন্দু সম্প্রদায় বিলুপ্তির দিকে। আমি তাদের হয়ে কথা বলতে চাই।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার (২৪ ডিসেম্বর) পর্যন্ত গোপালগঞ্জ-৩ আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এই তালিকায় রয়েছেন জামায়াত ইসলামীর প্রার্থী এম এম রেজাউল করিম, বিএনপির এস এম জিলানী, গণ অধিকার পরিষদের আবুল বশার, জাতীয় নাগরিক পার্টির আরিফুল দাড়িয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মারুফ শেখ, ন্যাশনাল পিপলস পার্টির শেখ সালাউদ্দিন, খেলাফত মসজিলসের আলী আহম্মেদ, স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাবিবুর রহমান, মো: আনোয়ার হোসেন ও গোবিন্দ চন্দ্র প্রামাণিক।



