সোনাগাজীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

‘রাজুকে আদালতে হাজির করা হলে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়।’

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি রাজু গ্রেফতার
সোনাগাজীতে গণধর্ষণ মামলার প্রধান আসামি রাজু গ্রেফতার |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজী মঙ্গল কান্দি ইউনিয়নে আলোচিত গৃহবধূ গণধর্ষণ মামলার প্রধান আসামি পলাতক সাখাওয়াত হোসেন রাজু (৩৪) কে গ্রেফতার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।

রোববার (১৩ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ির দীঘিনালা থানা এলাকা থেকে অভিযুক্ত রাজুকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, আজ রাজুকে আদালতে হাজির করা হলে সে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ হাসানের আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেন।

আসামি রাজু মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষীপুর গ্রামের তমিজ উদ্দিন ভূঁঞা বাড়ির মরহুম মো: হোসেনের ছেলে।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় এক গৃহবধুকে একা পেয়ে আসামি রাজু তার অপর এক সহযোগী সবুজ লক্ষীপুর সাকিনস্থ বাদল চেয়ারম্যানের মাছের প্রকল্পের পূর্ব পাশে জনৈক মরহুম সোবহানের পরিত্যক্ত ভিটির গাছের নিচে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।