চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা থেকে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের নয় কেজি ভারতীয় দানাদার রুপা জব্দ করেছে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন-৬ বিজিবির পরিচালক নাজমুল হাসান বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে পরিত্যক্ত অবস্থায় এ রুপা জব্দ করা হয়। ওই দিন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা জানতে পারেন ভারত থেকে বাংলাদেশে রুপা পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে উপজেলার মুন্সিপুর বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি সশস্ত্র টহল দল সীমান্ত মেইন পিলার ৯৩/৪-আর থেকে এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার কার্পাসডাঙ্গা মুচির বটতলা এলাকায় অবস্থান নেয়। এ সময় যাত্রীবিহীন একটি সন্দেহভাজন ইজিবাইককে সীমান্ত এলাকায় চলাচল করতে দেখে দাঁড়ানোর জন্য সিগন্যাল দেয়। তখন বিজিবি টহলদলকে দেখে চালক ইজিবাইক ফেলে দৌঁড়ে পালিয়ে যায়। তখন বিজিবির টহলদল ইজিবাইকটি জব্দ করে তল্লাশির সময় চালকের বসার সিটের নিচ থেকে একটি প্যাকেটে নয় কেজি ভারতীয় দানাদার রুপা উদ্ধার করে। জব্দ হওয়া ভারতীয় দানাদার রুপার আনুমানিক দাম তেইশ লাখ ঊনসত্তর হাজার টাকা।
এ ঘটনায় হাবিলদার মিজানুর রহমান দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জব্দ হওয়া দানাদার রুপা চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে।