গফরগাঁওয়ে নিখোঁজের এক দিন পর কৃষকের লাশ উদ্ধার

দুপুরে দিকে গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি পশ্চিম পাড়া গ্রামের একটি বিলের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
নয়া দিগন্ত

ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজের এক দিন পর মো: দুলাল শেখ (৬০) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম ওই কৃষকের লাশ উদ্ধারের বিষয় নিশ্চিত করেন।

এর আগে দুপুরে দিকে গফরগাঁও উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি পশ্চিম পাড়া গ্রামের একটি বিলের পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত দুলাল শেখ উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বারইহাটি পশ্চিম পাড়া গ্রামের মরহুম চাঁন মিয়া শেখের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, অন্যের জমি বর্গা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করতেন দুলাল। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ি থেকে পাশের বিলের ফসল ক্ষেতের ধান পরিষ্কার করতে বাইরে যান তিনি। পরে দুপুর গড়িয়ে সন্ধ্যায় হয়ে গেলেও তিনি আর বাড়িতে ফেরেননি। পরে পরিবারের সদস্যসহ স্থানীয়রা তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরে বুধবার সকালে স্থানীয় লোকজন নিজেদের ধান ক্ষেত দেখতে গিয়ে বিলের পানির মধ্যে ভাসমান অবস্থায় তার লাশ দেখেন। বিষয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুলাল শেখ নামে এক কৃষকের লাশ উদ্ধার করে দুপুরে থানায় আনা হয়েছে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।