শহীদদের রক্তের পথ ধরেই ফিলিস্তিন বিজয় হবে : হেফাজতে ইসলাম

অবিলম্বে গাজায় ইসরাইলি হামলা বন্ধ করতে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান রইলো। অন্যথায় বিশ্ব মুসলিম ঘরে বসে তামাশা দেখবে না।

হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
শহীদদের রক্তের পথ ধরেই ফিলিস্তিন বিজয় হবে : হেফাজতে ইসলাম
শহীদদের রক্তের পথ ধরেই ফিলিস্তিন বিজয় হবে : হেফাজতে ইসলাম |নয়া দিগন্ত

হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও হাটহাজারী মাদরাসার সিনিয়র মুফতী জসিম উদ্দিন বলেছেন, ‘মজলুম ফিলিস্তিনিদের রক্ত কোনোভাবেই বৃথা যাবে না। বরং শহীদদের রক্তের পথ ধরেই বিজয় এবং স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে। ইসরাইলি বর্বরতা হালাকু খানের বাগদাদ ধ্বংসের নির্মমতা ও নিষ্ঠুরতাকে হার মানিয়েছে।’

সোমবার (৭ এপ্রিল) বাদ জোহর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হেফাজতের এ নেতা বলেন, ‘গাজায় তাদের হামলা রীতিমতো যুদ্ধাপরাধের শামিল। বর্বর হামলার জন্য ইসরাইলি বাহিনীকে একদিন বিচারের সম্মুখীন হতে হবে। অবিলম্বে গাজায় ইসরাইলি হামলা বন্ধ করতে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান রইলো। অন্যথায় বিশ্ব মুসলিম ঘরে বসে তামাশা দেখবে না।’

এছাড়া হেফাজতের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও হাটহাজারী মাদরাসার শিক্ষা পরিচালক মুফতী কিফায়াতুল্লাহ বলেন, ‘মূলত স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিনই মধ্যপ্রাচ্য সঙ্কটের অদ্বিতীয় সমাধান। তাই মুসলিম উম্মাহ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের পক্ষেই রয়েছে। কিন্তু ইহুদিবাদী দখলদাররা ভূমিপুত্রদের সেখান থেকে উৎখাত করার জন্য নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এ নির্মমতার বিরুদ্ধে মুসলিম উম্মাহকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।’

হেফাজতের হাটহাজারী উপজেলা শাখার সভাপতি মুফতী মুহাম্মদ আলী কাসেমীর সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন- হেফাজতের কেন্দ্রীয় সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ আহসান উল্লাহ, আব্দুর রহমান চৌধুরী, মাওলানা জাহাঙ্গীর আলম মেহেদী, মাওলানা মাহমুদ হোসাইন, নূর মুহাম্মদ, মাওলানা নিজাম সাইয়্যিদ, মাওলানা হাফেজ আব্দুল মাবুদ, মাওলানা মীর লোকমান আলী, মোহাম্মদ শফিউল আলম, মাওলানা ওজাইর আহমদ হামিদী, মাওলানা মিজান ইবনে আলী, হাফেজ মহিউদ্দিন, হাফেজ শফিউল বশর, আবু তাহের রাজিব, মাওলানা জিয়াউল হক, এইচ এম শহিদ, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা তাওহিদুল ইসলাম, মাওলানা ওবায়দুর রহমান প্রমুখ।