৪ দিন ধরে বিদ্যুৎহীন মেহেন্দিগঞ্জ

আযাদ আলাউদ্দীন, বরিশাল ব্যুরো

Location :

Barishal
মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে পৌরসভাসহ ১১টি ইউনিয়নে
মেহেন্দিগঞ্জে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে আছে পৌরসভাসহ ১১টি ইউনিয়নে |প্রতীকী ছবি

গত চার দিন ধরে বিদ্যুৎ নেই বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায়। নদীর নিচ থেকে বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য টানা সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হওয়ায় এই সমস্যার সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছে পৌর শহরসহ ইউনিয়নগুলোর বাসিন্দারা।

স্থানীয়রা জানায়, ২০০৪ সালে বরিশাল থেকে গজারিয়া নদীতে সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ আসে। গত চার দিন আগে নদীতে বেশ কয়েকটি মালবাহী জাহাজ নোঙর করে। এতে বিদ্যুৎ সংযোগ স্থাপনের জন্য নদীর নিচ থেকে টানা সাবমেরিন ক্যাবল ক্ষতিগ্রস্ত হয়। ফলে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নে।

এদিকে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের জন্য ক্ষতিগ্রস্ত তিনটি সাবমেরিন ক্যাবল পুনরায় স্থাপনের কাজ চলছে বলে জানান মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিয়াজুর রহমান।

তিনি বলেন, দ্রুত বিদ্যুৎ সংযোগ দেয়ার চেষ্টা চলছে।

পল্লী বিদ্যুৎ সমিতি-১ মেহেন্দীগঞ্জ জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার মো: মফিজুল ইসলাম জানান, বরিশাল জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার দু’টি থানা, একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন রয়েছে। তবে সাবমেরিন ক্যাবল কেটে যাওয়ায় পৌরসভাসহ বর্তমানে ১১টি ইউনিয়নে বিদ্যুৎ নেই।