শিবচরে লকডাউন প্রতিহত কর্মসূচি

আ’লীগের ককটেল বিস্ফোরণে বিএনপির ১৩ নেতাকর্মী আহত

‘বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ও অন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।’

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
আ’লীগের ককটেল বিস্ফোরণে বিএনপির ১৩ নেতাকর্মী আহত
আ’লীগের ককটেল বিস্ফোরণে বিএনপির ১৩ নেতাকর্মী আহত |ছবি : নয়া দিগন্ত

মাদারীপুরের শিবচর উপজেলার কুতুবপুর পদ্মাসেতু সীমানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণে বিএনপির ১৩ জন নেতাকর্মী মারাত্মকভাবে আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে শিবচরের কুতুবপুর সীমানা এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের লকডাউন কর্মসূচির মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন দলের নেতাকর্মীরা। এ সময় শিবচর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জামান মোল্লার নির্দেশে ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান সাজুর নেতৃত্বে তা প্রতিহত করতে গেলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ করেন। এতে ককটেল বিস্ফোরণে বিএনপির ১৩ জন নেতাকর্মী গুরুতর আহত হন।

আহতরা হলেন- শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাজাহান (সাজু) মোল্লা (৭২), মাদারীপুর জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হাওলাদার (৪৫), মাদবরেরচর ইউনিয়ন যুবদল নেতা রনি বেপারী (২৬), ছাত্রদল নেতা ইমন বেপারী (২১) ও আরো নয়জন।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শিবচর হাইওয়ে থানার অতিরিক্ত পুলিশ। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, সকালে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। এ সময় গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করার চেষ্টা করেন তারা। এ সময় তারা চিনি বোঝাই একটি ট্রাকে আগুন ধরিয়ে দেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে আওয়ামী সন্ত্রাসীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যান।

মাদারীপুরের শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহিরুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশ ও অন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।