মাদারীপুরের ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে দীর্ঘদিনের জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন এবং অন্তত ১৫-১৬টি বসতঘর পুড়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে আব্বাস চৌধুরীর সাথে আনোয়ার জমাদারের বিরোধ চলছিল। বুধবার দুপুরের দিকে আনোয়ার জমাদারের নেতৃত্বে তার গ্রুপের লোকজন আব্বাস চৌধুরীর ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনার জেরে বুধবার বিকেলে আব্বাস চৌধুরীর লোকজন আনোয়ার জমাদারের গ্রুপের অন্তত ১৫-১৬টি ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



