লালমনিরহাটের কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক দুমড়ে-মুচড়ে ছিটকে পড়েছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার ভুললারহাট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বুড়িমারী থেকে লালমনিরহাটগামী করতোয়া এক্সপ্রেস ট্রেনটি ভুললারহাট রেলের গেট অতিক্রম করার সময় গেটম্যানের অসাবধানতার কারণে একটি ট্রাক রেললাইন পার হওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তে ট্রেনটি ট্রাকটিকে পেছন দিক থেকে জোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের পিছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ট্রেনের সামনেও ক্ষতি হয়।
স্থানীয়রা জানায়, অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পাওয়া গেছে। তবে দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়েন পথচারী ও যাত্রীরা। ঘটনার পর থেকে গেটম্যান পলাতক রয়েছেন বলে জানা গেছে।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবু সিদ্দিক জানান, গেটম্যানের অসাবধানতার কারণে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ পাঠিয়ে পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। তবে এর গেটম্যানকে খুঁজে পাওয়া যায়নি।



