মালয়েশিয়ায় বাংলাদেশীসহ ৮৪৩ অভিবাসী আটক

রোববারের কসমো অনলাইনের প্রতিবেদন অনুসারে অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থা এ অভিযানে যুক্ত ছিল।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় আটক অভিবাসী।
মালয়েশিয়ায় আটক অভিবাসী। |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের অভিযানে দেশটির সেলাঙ্গর রাজ্যের সেলায়াং বারেরু এলাকায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে পরিচালিত এক বৃহৎ ধরপাকড় অভিযানে একদিনেই ৭৯ জন বাংলাদেশী নাগরিকসহ মোট ৮৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৬ ডিসেম্বর) রাতে সেলাঙ্গর রাজ্য নিরাপত্তা পরিষদের সমন্বয়ে শুরু হওয়া এ অভিযানে মোট এক হাজার ১১৬ জনের নথিপত্র পরীক্ষা করা হয়। রোববার সকালে দেশটির জাতীয় গণমাধ্যম গুলোতে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ৩৫ জন নারী রয়েছেন। বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে মিয়ানমারের ৬৪৭ জন, নেপালের ১০২ জন, বাংলাদেশের ৭৯ জন, ইন্দোনেশিয়ার ১৫ জন এবং ভারতের ১০ জন রয়েছেন।

সেলাঙ্গরের মেন্তরি বেসার দাতুক সেরি আমিরুদ্দিন শারির নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। রোববারের কসমো অনলাইনের প্রতিবেদন অনুসারে অভিবাসন বিভাগ, রয়্যাল মালয়েশিয়া পুলিশ, জাতীয় নিবন্ধন বিভাগসহ বিভিন্ন সরকারি সংস্থা এ অভিযানে যুক্ত ছিল।

মেন্তরি বেসার আমিরুদ্দিন শারি জানান, এলাকায় বিদেশি নাগরিকদের আধিক্য এবং অবৈধ ব্যবসা পরিচালনার বিষয়ে স্থানীয় জনগণের কাছ থেকে অসংখ্য অভিযোগ পাওয়ার পর এ কঠোর অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরিচয়পত্রহীনতা, পাসের শর্ত লঙ্ঘন, অতিরিক্ত সময় অবস্থান এবং অবৈধ কার্ড ব্যবহারের মতো অভিযোগ আনা হয়েছে। তাদের বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে।

তিনি আরো সতর্ক করেন যে, অবৈধ অভিবাসীকে লুকিয়ে রাখা বা আশ্রয় দেয়া একটি অপরাধ এবং এর দায়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইমিগ্রেশন অ্যাক্টসহ একাধিক আইনের আওতায় এ অভিযান ও বিচার প্রক্রিয়া চলমান রয়েছে।