ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

ঘটনার পর মনোয়ারা বেগম থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রথমে দুই এজাহারভুক্ত আসামিকে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো তিনজনকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া

Location :

Brahmanbaria
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার |ছবি : নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অস্ত্রসহ ৫ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার ভোর রাতে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতাররা হলেন— আবুল হোসেন (২৫), মো: সোহান (২৫), আদিল (১৯), মো: রাসেল (৩৭) ও ফারুক মুন্সী (৩৪)।

এদের মধ্যে আবুল হোসেন ও সোহান ডাকাতির মামলার এজাহারভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, গত ২২ সেপ্টেম্বর রাত ২টা ২০ মিনিটে বাঞ্ছারামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কান্দাপাড়া এলাকায় মনোয়ারা বেগমের বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হামলা চালায়। ডাকাতরা বাড়িতে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও টর্চলাইটসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

ঘটনার পর মনোয়ারা বেগম থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে প্রথমে দুই এজাহারভুক্ত আসামিকে এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো তিনজনকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় পুলিশ তাদের কাছ থেকে পাঁচটি লোহার কিরিচ, একটি স্টিলের চাপাতি, একটি লোহার চাপাতি ও একটি ধারালো ছোরা উদ্ধার করে।

এ ব্যাপারে বাঞ্ছারামমডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান জামিল খান বলেন, গ্রেফতারদের যথাযথ আইনি পক্রিয়ায় আদালতে প্রেরণ করা হবে। ডাকাত দলের অন্যান্য সদস্যদেরও শনাক্তের চেষ্টা চলছে।