দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধুর মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কার ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

Location :

Damurhuda
দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
দামুড়হুদায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কাদিপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কার ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) দুপুর আনুমানিক আড়াইটার দিকে কাদিপুর-লোকনাথপুর সড়কের কাদিপুর স্কুল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গত দুদিনে এ জেলায় সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লোকনাথপুর গ্রামের সেলিম (২২) ও তানজিল (২৩) মোটরসাইকেলে করে কাদিপুরের দিকে যাচ্ছিলেন। দ্রুতগতির কারণে মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আরোহী সেলিম মারা যান। গুরুতর আহত চালক তানজিলকে স্থানীয়রা উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে প্রেরণ করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ‘ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুই যুবকের মৃত্যু হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।’

উল্লেখ্য চুয়াডাঙ্গা সদরের আলুকদিয়ায় রোববার (২৩ নভেম্বর) দুপুর ১টার দিকে যাত্রীবাহী বাসচাপায় পাখিভ্যানচালক রমজান (২৮) ও ক্ষুদ্র ব্যবসায়ী পারভীনা খাতুন (৪৫) নিহত হন। একই ঘটনায় আহত হন আরো দুইজন। গত দুইদিনে সড়ক দুর্ঘটনায় এ জেলায় চারজনের মৃত্যু হয়েছে।