মানিকগঞ্জে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) উদ্যোগে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫, চলচ্চিত্র প্রদর্শনী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে পিটিআই মিলনায়তনে এসব অনুষ্ঠান হয়।
পিটিআই সুপারিনটেনডেন্ট ফেরদৌস জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা প্রশাসক, যুগ্ম সচিব ড. মানোয়ার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গকুর চন্দ্র দেবনাথ ও মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মো: শাহানুর ইসলাম।
উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, ‘আমাদের আগামী প্রজন্মকে যদি সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে পারি তাহলেই কেবল জুলাই বিপ্লরের শহীদরাসহ দেশের স্বার্থে জীবনদানকারী সকল শহীদের স্বপ্ন বাস্তাবায়ন হবে।’
তিনি আরো বলেন, ‘বৈষম্যহীন একটা নতুন সমাজব্যবস্থা তখনই প্রতিষ্ঠা সম্ভব যখন আমরা প্রথমে ব্যক্তিপর্যায়ে সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। শিশুরা জীবনের প্রথমে যা শিখে তাই তারা ধারণ করে আর এ কারণেই আমাদের প্রাথমিক শিক্ষাই হচ্ছে তাদের আগামীর পাথেয়। প্রাথমিক পর্যায়েই তাদের সততা, নিষ্ঠা, দেশপ্রেম, রাষ্ট্র ও দেশ সম্পর্কে সঠিক শিক্ষা দিতে হবে।’
পরে তিনি বিভিন্ন বিষয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।