দাগনভূঞায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প

সরকারি পর্যাপ্ত সেবা না থাকায় তৃণমূলে স্বাস্থ্যসেবার অভাব পূরণে সমাজসেবার অংশ হিসেবে ডিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের মাধ্যমে এ ক্যাম্প বাস্তবায়ন করেছি।

Location :

Feni
দাগনভূঞায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প
দাগনভূঞায় ফ্রি মেডিক্যাল ক্যাম্প |নয়া দিগন্ত

ফেনী অফিস ও দাগনভূঞা সংবাদদাতা

দাগনভূঞায় ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী ডা. ফখরুদ্দিন মানিকের পৃষ্ঠপোষকতায় দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকালে দাগনভূঞা আর্তার্তুক স্কুল মাঠে স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দলীয় সূত্রে জানা গেছে, এটি কোনো নির্বাচনী কার্যক্রম নয়। বরং স্থানীয় জনগণের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দাগনভূঞা উপজেলা ও পৌর জামায়াতের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পে ৩০ জন পুরুষ ও মহিলা চিকিৎসক, ১০ জন নার্স এবং প্রায় ১৫০ জন স্বেচ্ছাসেবক চিকিৎসা সেবা ও ব্যবস্থাপনায় অংশ নেন। চিকিৎসা ক্যাম্পে আগতদের জন্য বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, বিভিন্ন পরীক্ষা, আল্ট্রাসনোগ্রাফি, ইসিজি, ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

আয়োজকরা জানিয়েছেন, প্রায় দুই হাজারের অধিক মানুষ এ সেবা গ্রহণ করেছেন।

অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ডা. ফখরুদ্দিন মানিক বলেন, ‘সরকারি পর্যাপ্ত সেবা না থাকায় তৃণমূলে স্বাস্থ্যসেবার অভাব পূরণে সমাজসেবার অংশ হিসেবে ডিমার্স কনসালটেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের মাধ্যমে এ ক্যাম্প বাস্তবায়ন করেছি। প্রাথমিকভাবে ৩০ জন চিকিৎসক দিয়ে শুরু করেছি, ভবিষ্যতে এ সেবা আরো বিস্তৃতভাবে গ্রামে ছড়িয়ে দেয়া হবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন দাগনভূঞা উপজেলা জামায়াতের আমির গাজী ছালাহ উদ্দিন, সেক্রেটারি কামাল উদ্দিন, পৌর জামায়াতের আমির মাওলানা কামরুল আহছান, সেক্রেটারি আবু সাঈদ কামরুজ্জামান, জেলা শিবিরের সেক্রেটারি আরমান, মোহছেন উদ্দিন মিরাজসহ জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।