জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি প্রদান ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারাদেশের ন্যায় পিরোজপুরেও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে শহরের গোপাল কৃষ্ণ টাউন ক্লাব রোডে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি চলে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পিরোজপুর জেলা শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া হাওলাদার এবং সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি মো: মনিরুল হাসান। মানববন্ধনে আরো বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নজরুল আহসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, এইচ এম জিয়াউল করিম, হাফিজুল্লাহ, মাওলানা রফিকুল ইসলাম, জেলা যুব আন্দোলনের সহ-সভাপতি মাওলানা আলী হোসেন, জেলা ছাত্র আন্দোলনের সহ-সভাপতি আরিফুল ইসলাম আদিফসহ জেলা ও উপজেলা পর্যায়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, জনগণের ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিয়ে ইসলামী আন্দোলনের ৫ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।