শীতে নাকাল কমলগঞ্জ, ঠান্ডাজনিত রোগে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী

ঠান্ডায় সর্দি-জ্বর ও শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়ছে। এসব রোগীর মধ্যে অধিকাংশই শিশু।

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

Location :

Maulvibazar
ঠান্ডাজনিত রোগে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী
ঠান্ডাজনিত রোগে বাড়ছে শিশু ও বয়স্ক রোগী |নয়া দিগন্ত

কয়েক দিন ধরে দেশের প্রায় সর্বত্রই জেঁকে বসেছে শীত। বিশেষ করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পাহাড়ি এলাকা ও চা-বাগান অধ্যুষিত অঞ্চলে শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি অনুভূত হচ্ছে। পৌষ মাসের শুরু থেকেই শীতের প্রকোপ বাড়তে থাকায় ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, শীত মৌসুমে শিশুদের ডায়রিয়া, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়া ও অ্যাজমাসহ বিভিন্ন রোগের প্রকোপ বেড়ে যায়।

সোমবার (২৯ ডিসেম্বর) সকালে সরজমিনে গিয়ে উপজেলা সদর হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে সর্দি-জ্বর ও শ্বাসতন্ত্রজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। এসব রোগীর মধ্যে অধিকাংশই শিশু।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় তুলনামূলক গরম থাকলেও রাতে তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে।

অন্যদিকে হাসপাতালে সেবা নিতে আসা জ্বর, ঠান্ডা ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় দ্বিগুণ হয়েছে।

কমলগঞ্জ হাসপাতালের চিকিৎসক ডা: এ বি এম সাজেদুল কবীর বলেন, ‘চলতি বছরে তীব্র শীতের কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা দুই থেকে তিন গুণ পর্যন্ত বেড়েছে। বিশেষ করে শিশুদের মধ্যে শ্বাসতন্ত্রের সংক্রমণ, নিউমোনিয়া ও অ্যাজমার প্রকোপ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও শীত বাড়ার সাথে সাথে শিশুদের চর্মরোগ ও অ্যালার্জিজনিত রোগীর সংখ্যাও উল্লেখযোগ্য হারে বাড়ছে।’

গোপালনগর হাসপাতালের একজন চিকিৎসক জানান, বর্তমানে চিকিৎসা নিতে আসা রোগীদের বড় একটি অংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন শিশু হাসপাতালে ভর্তি রয়েছে। শীতের প্রকোপ আরো বাড়লে এ ধরনের রোগীর সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।

চিকিৎসকরা শীতকালে শিশু ও বয়স্কদের উষ্ণ পোশাক ব্যবহারের পাশাপাশি প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন।

Topics