মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা
রংপুরের মিঠাপুকুরে ২০১৩ সালে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বিচারের রায় ঘোষণা এবং জুলাই বিপ্লব পর্যন্ত ১২ শহীদের পরিবার ও ৮ গুণীজনকে সংবর্ধনা দেয় বাংলাদেশ জামায়াতে ইসলামী মিঠাপুকুর উপজেলা শাখা।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী ও জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক।
উপজেলা জামায়াত আমির আসাদুজ্জামান শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাওলানা শফিকুল ইসলাম।