শ্রীনগর বাজারে অস্থায়ী সবজির আড়ত স্থানান্তরের দাবিতে মানববন্ধন

ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারটি এই অঞ্চলের প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
মুন্সীগঞ্জ ম্যাপ
মুন্সীগঞ্জ ম্যাপ |নয়া দিগন্ত

শ্রীনগর বাজারে অস্থায়ী সবজির আড়ত স্থানান্তরের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে শ্রীনগর পোস্ট অফিস সংলগ্ন ভাগ্যকুল সড়কে এ কর্মসূচি পালন করেন স্থানীয় ব্যবসায়ী ও আহ্বায়ক কমিটির সদস্যরা। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় তিন শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।

শ্রীনগর বাজার ব্যবসায়ী কমিটির সংশ্লিষ্টরা জানায়, ঐতিহ্যবাহী শ্রীনগর বাজারটি এই অঞ্চলের প্রাণকেন্দ্র। প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে। কিন্তু প্রতিদিন ভোরে বাজারের গলিতে অস্থায়ীভাবে কাঁচা মালের আড়ত বসানো এবং ফুটপাতে সবজির দোকান বসানোর কারণে জনসাধারণের চলাচলে ভয়াবহ ভোগান্তি সৃষ্টি হচ্ছে। পাশাপাশি আড়তের ময়লা-আবর্জনা বাজারের গলি নোংরা করছে, যা স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতে দুর্ভোগ বাড়াচ্ছে।

মানববন্ধনে বক্তারা বলেন, জনদুর্ভোগ লাঘবে অস্থায়ী কাঁচা মালের আড়তটি শ্রীনগর বাজার থেকে অন্যত্র স্থানান্তর করা জরুরি। এ বিষয়ে উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেন তারা।