অন্তর্ভুক্তিমূলক সমাজের বার্তা নিয়ে ঘিওরে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে একীভূত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

আব্দুর রাজ্জাক, ঘিওর (মানিকগঞ্জ)

Location :

Ghior
অন্তর্ভুক্তিমূলক সমাজের বার্তা নিয়ে ঘিওরে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা
অন্তর্ভুক্তিমূলক সমাজের বার্তা নিয়ে ঘিওরে প্রতিবন্ধী শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা |নয়া দিগন্ত

‘প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ি, সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৩৪তম আন্তর্জাতিক ও ২৭তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে একীভূত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে ঘিওর ডি এন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ডিআরআরএ-এর আয়োজনে প্রতিবন্ধী শিশু-কিশোরদের অংশগ্রহণে বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

ডিআরআরএ-এর উপজেলা প্রকল্প সমন্বয়কারী ডালিমা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘিওর উপজেলা নির্বাহী অফিসার নাশিতা-তুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, ওসি (তদন্ত) মো: আব্দুর রাজ্জাক, যমুনা টেলিভিশনের সাংবাদিক বি এম খোরশেদ আলম, সাংবাদিক আল মামুনসহ ডিআরআরএ-এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘প্রতিবন্ধী শিশু-কিশোরদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করতে এ ধরনের ক্রীড়ানুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’