চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় একটি প্রাইভেটকারে করে ইয়াবা ট্যাবলেট পাচারের সময় এক নারীসহ চারজনকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ সময় তাদের বহনকারী প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টাযর দিকে পটিয়া বাঁশখালী আনোয়ারা (টিএবি) সড়কের বাঁশখালী থানার সামনে নিয়মিত চেকপোষ্ট অভিযানের অংশ হিসেবে অভিযানের সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৯৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন- গাজীপুরের মো: মাঈনউদ্দিন(৩০) ও মোকারম মিয়া প্রকাশ মোশারফ(২৬) এবং ময়মনসিংহের মো: মিনহাজুল হাসান মিলন(৩০) ও তামান্না আক্তার(১৯)।
বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, পুলিশ পরিদর্শক তদন্ত সুধাংশু শেখর হালদারের নেতৃত্বে একজন পুলিশ অভিযান চালালে এদেরকে ইয়াবাসহ গ্রেফতার করা হয় এবং তাদের বহনকারী গাড়িটিও জব্দ করা হয় বলে নিশ্চিত করেছেন তিনি।
এ ব্যাপারে বাঁশখালী থানায় একটি মামলা হয়েছে এবং আসামিদের আগামীকাল আদালতে চালান দেয়া হবে বলে তিনি জানান।