কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে নির্মিত ৬ অজুখানা উদ্বোধন

কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়ামির অর্থায়নে মসজিদসংলগ্ন অজুখানা নির্মাণ প্রকল্পের প্রথম পর্বের উদ্বোধন করা হয়েছে।

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে প্রথম পর্যায়ে নির্মিত ৬ অজুখানা উদ্বোধন
কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে প্রথম পর্যায়ে নির্মিত ৬ অজুখানা উদ্বোধন |নয়া দিগন্ত

কাপাসিয়ার সনমানিয়া ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ও আন্তর্জাতিক দাতব্য সংস্থা ওয়ামির (ওয়ার্ল্ড অ্যাসেমলি অব মুসলিম ইয়ূথ-ওয়ামি) অর্থায়নে মসজিদসংলগ্ন অজুখানা নির্মাণ প্রকল্পের প্রথম পর্বের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে স্থানীয় মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ছয়টি অজুখানার উদ্বোধন করেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী।

এ সময় কাপাসিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা তোফাজ্জল হোসেনসহ ইউনিয়ন জামায়াত ও ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সালাউদ্দিন আইয়ুবী জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে কাপাসিয়ায় মোট ৩৩টি অজুখানার নির্মাণ কাজ চলছে। এর মধ্যে প্রথম পর্যায়ের ৬টি অজুখানার কাজ সম্পন্ন হওয়ায় সেগুলোর উদ্বোধন করা হয়েছে। বাকিগুলোর কাজ দ্রুত শেষ করার পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামী কাপাসিয়া উপজেলা শাখার সার্বিক সহযোগিতায় ও ওয়ামী দাতব্য সংস্থার অর্থায়নে সনমানিয়া ইউনিয়নের বটতলা জামে মসজিদ, আড়াল উত্তরপাড়া জামে মসজিদ, মির্জানগর মসজিদ, দক্ষিণগাঁও মহিলা মাদরাসা সংলগ্ন জামে মসজিদ, দক্ষিণগাঁও টানপাড়া জামে মসজিদ ও সালদৈ ফাজিল মাদরাসা সংলগ্ন জামে মসজিদে এসব অজুখানা নির্মাণ করা হয়েছে।

প্রতিটি অজুখানায় ১২ জনের একসাথে ওজু করার সুবিধা, তিনটি টয়লেট এবং একটি টিউবওয়েলের ব্যবস্থা রয়েছে। মুসল্লিদের জন্য এই সেবা বিনামূল্যে উন্মুক্ত রাখা হবে বলে জানানো হয়েছে।