জামালপুরের মেলান্দহে রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করে বক্তব্য দেয়ার অভিযোগে পৌর নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামানকে বদলি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (২৪ নভেম্বর) যুগ্মসচিব মোহাম্মদ কবির উদ্দীনের স্বাক্ষরিত এ চিঠির মাধ্যমে স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে জারি করা আদেশে তাকে মেলান্দহ পৌরসভা থেকে প্রত্যাহার করে নতুন কর্মস্থল হালুয়াঘাট পৌরসভায় পদায়ন করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ নভেম্বরের মধ্যেই তাকে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। নির্ধারিত সময়ে যোগদান না করলে ১ ডিসেম্বর থেকে তাকে স্বয়ংক্রিয়ভাবে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হিসেবে গণ্য করা হবে।
নির্দেশনায় আরো বলা হয়, তার সব ধরনের বকেয়া বিল, পিএফ এবং জিএফ সংক্রান্ত আর্থিক হিসাব হালুয়াঘাট পৌরসভায় হস্তান্তরের কার্যক্রম সম্পন্ন করতে হবে।
এর আগে গত ৯ নভেম্বর সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে তিনি প্রকাশ্যে অংশ নেন এবং বিএনপির প্রার্থীর পক্ষে বক্তব্য দেন, যা প্রথম শ্রেণির এক সরকারি কর্মকর্তার জন্য শুদ্ধাচারবিধির স্পষ্ট লঙ্ঘন। সে বক্তব্যের ভিডিও তিনি নিজেই তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন। মুহূর্তেই বিষয়টি ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় বয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।
একজন পৌর কর্মচারী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি নিয়মিত অফিস করতেন না। বিভিন্ন পৌরসভা থেকে অতিরিক্ত অর্থ তুলেছেন, এমন অভিযোগও আছে। তার আচরণে দীর্ঘদিন ধরেই অসন্তোষ ছিল অফিসের ভেতরে, কিন্তু পদমর্যাদার কারণে কেউ মুখ খুলতে পারেনি।
মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক এস এম আলমগীর বলেন, ‘ছুটি ছাড়াই রাজনৈতিক সমাবেশে যাওয়া, দায়িত্বে অনুপস্থিত থাকা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও প্রকাশ এসব পুরো বিষয় আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাই। কর্তৃপক্ষ বিষয়টি পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে।



