ফেনীতে হামলার শিকার আহত জুলাই যোদ্ধা মিনহাজ

শনিবার (১৯ জুলাই) উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজারে এ ঘটনা ঘটে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni Sadar
আহত জুলাই যোদ্ধা মিনহাজ ইবনে আমির সজীব
আহত জুলাই যোদ্ধা মিনহাজ ইবনে আমির সজীব |নয়া দিগন্ত

ফেনী সদর উপজেলায় আহত জুলাই যোদ্ধা মিনহাজ ইবনে আমির সজীবকে মারধর করার অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজহারুল ইসলাম বাবুলের বিরুদ্ধে।

শনিবার (১৯ জুলাই) উপজেলার ফরহাদনগর ইউনিয়নের ভোরবাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ‘চব্বিশের ৪ আগস্ট ফেনীতে ছাত্র হত্যার সময় ঘটনাস্থলে থাকা ফরহাদনগর এলাকার আয়মানকে শনিবার বিকেলে ভোরবাজারে দেখতে পেয়ে পুলিশে খবর দেয় সজীব। এতে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র, লোহার রড়, কাঠের সাইজ করা লাঠি, এসএস পাইপ দিয়ে এলোপাথাড়ি কিল-ঘুষি ও লাথি দিয়ে শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে।

বাবলু লোহার রড় দিয়া হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ করে আঘাত করলে ঘাড়ে পড়ে। এ সময় তার পকেটে থাকা ম্যানিব্যাগ থেকে ২০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। তার সাথে থাকা আরমান ও সুজনসহ কয়েকজন বেধড়ক মারধর করে। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন এসে সজীবকে উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়।

ফরহাদনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজহারুল ইসলাম বাবলু ঘটনার সাথে তার সম্পৃক্ততা অস্বীকার করেন। তার দাবি, পূর্ববিরোধের জেরে সাগর নামে একজনকে মারতে গেলে হামলার শিকার হয় সজীব। পুনরায় তারা বাজারে গিয়ে সাগরকে মারধর করেন।

জেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলন জানান, ‘বিষয়টি নিয়ে পরস্পর বিরোধী বক্তব্য জেনেছেন। বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।

ফেমী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শামছুজ্জামান জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।