গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মো: আসাদুজ্জামান তুহিনের হত্যাকারীদের বিচারের দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা। একইসাথে জেলার পাঁচ সাংবাদিককে হামলার পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবি জানান তারা।
রোববার (১০ আগস্ট) বিকেলে ফেনী রিপোর্টার্স ইউনিটির আয়োজনে শহরের ট্রাংক রোডের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।
বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এছাড়া সাম্প্রতিক সময়ে জেলায় কর্মরত দৈনিক ফেনীর সময় পত্রিকার সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, দৈনিক ফেনীর সময় পত্রিকার প্রধান প্রতিবেদক আরিফ আজম, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি সোলায়মান হাজারী ডালিম ও এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজনের উপর ‘একতাই শক্তি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আচমকা হামলার পরিকল্পনা করার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার কথা জানান বক্তারা।
ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক নুর উল্লাহ কায়সারের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সংগ্রামের প্রতিনিধি এ কে এম আবদুর রহীম, ডিবিসি নিউজ প্রতিনিধি মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি শুকদেব নাথ তপন, যায়যায়দিন ও আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি কামাল উদ্দিন ভূঁইয়া, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক দিদারুল আলম।
এ সময় সাংবাদিক নজির আহমেদ রতন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার মানিক, ইয়ুথ জার্নালিস্ট ফোরাম ফেনীর সভাপতি শাহজালাল ভূঁইয়া, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি জহিরুল হক মিলন, সময় টিভির সহযোগী সিনিয়র রিপোর্টার আতিয়ার সজল, জেলা বেসরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ইনকিলাব প্রতিনিধি ওমর ফারুক, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর বার্তা সম্পাদক এম এ জাফর, বাংলাদেশের খবর প্রতিনিধি এম এমরান পাটোয়ারী, দেশ রূপান্তর প্রতিনিধি শফিউল্লাহ রিপন, জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে সভাপতি ইয়াছিন আরাফাত রুবেল, ভোরের ডাক প্রতিনিধি ইলিয়াস সুমন, আমার কাগজ প্রতিনিধি মো: আলাউদ্দিন, এনটিভি অনলাইন রিপোর্টার জাহিদুল আলম রাজন ও দৈনিক ফেনীর নিজস্ব প্রতিবেদক মো: সাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।