জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় রাস্তা পার হওয়ার সময় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় রাফি মিয়া (৬) নামে শিশু শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।
রোববার (২৫ মে) দুপুর ২টার দিকে উপজেলার ধানুয়া কামালপুর মৃধাপাড়ার তালতলা এ ঘটনা ঘটে।
নিহত রাফি উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া বালিঝুড়ি গ্রামের আবু হুরাইয়ার ছেলে এবং স্থানীয় এক স্কুলের শিশু শ্রেণির শিক্ষার্থী।
পরিবার সূত্রে জানা যায়, নিহত রাফি স্কুল শেষ করে বাড়ি আসে। পরে তার নানার কাছে দোকানের খাবার কিনতে বাড়ির পাশে এক দোকানে যায়। দোকান থেকে খাবার কিনে বাড়ি ফেরার সময় রাস্তা পার হওয়ার মুহূর্তে পেছন দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়। সাথে সাথে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসতিয়াক আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
এসময় স্থানীয়রা বেপরোয়া ব্যাটারিচালিত যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন।