বাংলা নববর্ষে রাঙ্গামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati Sadar
বাংলা নববর্ষে রাঙ্গামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা
বাংলা নববর্ষে রাঙ্গামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা |নয়া দিগন্ত

বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি পার্বত্য জেলা শাখার উদ্যোগে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে পিসিসিপি’র জেলা কার্যালয় কাঠালতলী এলাকা হতে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার পরে পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি মো: আলমগীর হোসেনের সভাপতিত্বে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন পিসিসিপি চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি গিয়াস উদ্দিন রানা, রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক মহিবুল্লাহ্ নুহাশ, প্রচার সম্পাদক ইসমাঈল গাজী, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা সাজেদা বেগম, সহ ছাত্রী বিষয়ক সম্পাদিকা জান্নাতুল ফেরদৌস বিথী, মোহনা আক্তার, রাঙ্গামাটি পৌর শাখার সভাপতি পারভেজ মোশাররফ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম বাবু প্রমুখ।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পিসিসিপি’র বক্তারা বলেন, ‘পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। তবে এ উৎসব ঘিরে যাতে কোনো সাংস্কৃতিক বিকৃতি না ঘটে, সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে। আজকের দিনে আমাদের উজ্জীবিত হতে হবে নিজস্ব সংস্কৃতির উন্নয়নে। দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের সংস্কৃতিবানদের কাছে এমনটা দেখতে পাচ্ছি না।’

বক্তারা আরো বলেন, ‘নিজস্ব সংস্কৃতির চেতনায় যদি আমরা উদ্বুদ্ধ হতে চাই, নিজস্ব শেকড়ের গান রচনা করতে হবে। বৈশাখের চেতনা হচ্ছে-অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, সুস্থতার লালন করা।’

পহেলা বৈশাখ বাঙালির সর্বজনীন উৎসব। এ দিন বাঙালি জাতিসত্তার মানুষ অতীত ভুলে নতুনের আবাহনে মেতে ওঠে। সাংস্কৃতিক ঐতিহ্য পালনের মধ্য দিয়ে বরণ করে নেয় নতুন বছর। ফলে দেশব্যাপী সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।