গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে নুর নাহার আকতার (১২) নামের এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ জুন) দুপুরে উপজেলার বনগ্রাম ইউনিয়নের খোর্দ্দ পাটানোছা গ্রামে এ ঘটনা ঘটে।
নুর নাহার আকতার ওই গ্রামের নুরুন্নবী মিয়া ও মাজেদা বেগম দম্পতির মেয়ে।
স্বজনরা জানায়, নুর নাহার মানসিক প্রতিবন্ধী। সে মঙ্গলবার দুপুরে পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এর কিছুক্ষণ পর স্বজনরা পুকুরে হাত দেখতে পায়। দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আকতারকে মৃত ঘোষণা করেন।
বনগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল কাইয়ুম হুদা বলেন, ‘পুকুরের পানিতে পড়ে এক প্রতিবন্ধী শিশুর মত্যু হয়েছে বলে লোক মুখে শুনেছি।’