রামগড় বিজিবির মানবিক সহায়তা কার্যক্রমে শান্তি ও সম্প্রীতির বার্তা

সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং জনজীবনের মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Khagrachari
খেলাধুলায় আগ্রহ বাড়াতে শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ
খেলাধুলায় আগ্রহ বাড়াতে শিক্ষার্থীদের মাঝে সরঞ্জাম বিতরণ |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড় উপজেলার গরিব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছে রামগড় জোন (৪৩ বিজিবি)।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ‌‘‌‌‌‌শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় এইচডিপি কার্যক্রমের অংশ হিসেবে এ সহায়তা দেয়া হয়।

জানা যায়, এ কার্যক্রমের আওতায় এলাকার একটি গরিব পরিবারকে একটি সেলাই মেশিন দেয়া হয়। আরেকটি অসহায় পরিবারের ঘর নির্মাণের জন্য ছয় বান্ডিল ঢেউটিন দেয়া হয়। এছাড়া শিক্ষার্থীদের উৎসাহ দিতে রামগড় এলাকার একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে গাইড বই এবং মাদরাসার এক ছাত্রের স্কুলের বকেয়া বেতন পরিশোধের জন্য আর্থিক সহায়তা দেয়া হয়।

এদিকে শিশুদের খেলাধুলায় আগ্রহ বাড়াতে সোনারখীল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট ব্যাট, টেনিস বল, ফুটবল ও স্কিপিং রোপ বিতরণ করা হয়।

অন্যদিকে নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য আর্থিক অনুদান দেয়া হয়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত গরিব ও অসহায় মানুষদের মাঝেও আর্থিক সহায়তা দেয়া হয়।

রামগড় ৪৩ বিজিবির পক্ষ থেকে জানানো হয়, সীমান্ত সুরক্ষা, চোরাচালান দমন ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখা এবং জনজীবনের মান উন্নয়নে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।