মির্জাপুরে সাংবাদিক হোসনি জুবাইরির মৃত্যু

কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
সাংবাদিক হোসনি জুবাইরি।
সাংবাদিক হোসনি জুবাইরি। |নয়া দিগন্ত

টাঙ্গাইল মির্জাপুরের রিপোর্টার ইউনিটির আহ্বায়ক, সাপ্তাহিক বারবেলা, মাসিক চন্দ্রবিন্দু ও অনলাইন পোর্টাল দৈনিক নিউজ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক হোসনি জুবাইরি (৪৫) মৃত্যুবরণ করেছেন।

রোববার (২৩ নভেম্বর) রাতে হৃদরোগে আক্রান্ত হলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার সকাল সাড় ৯টায় মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদে জানাযার নামায শেষে হতিয়া চতৈল বাইদ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মা-বাবা, স্ত্রী, ও বোন রয়েছে।

জুবাইরি মির্জাপুর উপজেলা সদরের দন্ত চিকিৎসক ডাক্তার সানোয়ার হোসেনের ছেলে।

তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপির জাতীয় কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ আসনের সাবেক এমপি, বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী, জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা অধ্যক্ষ আবদুল্যা তালুকদার’ গণঅধিকারের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, মির্জাপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল মোহসীন শিপন, সম্পাদক হারুন অর রশিদ, সাবেক সভাপতি শামসুল ইসলাম সহিদ, মো: জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।