চুয়াডাঙ্গায় গুদামভর্তি পঁচা খেজুর-ডাল জব্দ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

পরে প্রতিষ্ঠানের গুদাম থেকে জব্দ ৫০০ কেজি খেজুর ও ৩৭৫ কেজি ডাল ধ্বংস করা হয়।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
চুয়াডাঙ্গায় গুদামভর্তি পঁচা খেজুর-ডাল জব্দ
চুয়াডাঙ্গায় গুদামভর্তি পঁচা খেজুর-ডাল জব্দ |ছবি : নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা পৌর শহরের নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুদামে তদারকিমূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় পোকাধরা ও মানহীন খেজুর এবং ডাল বিক্রির অপরাধে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর) বিকেল ৫টায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।

সহযোগিতায় ছিলেন চুয়াডাঙ্গা নিরাপদ খাদ্য অফিসার সজীব পাল, পৌর স্যানিটারী ইন্সপেক্টর নার্গিস জাহান, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক মো: মঞ্জুরুল আলম মালিক, সদস্য সচিব সুমন পারভেজ, ক্যাব প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

অভিযান সূত্রে জানা যায়, শহরের সাতভাই পুকুর এলাকার নিউ মদিনা ট্রেডার্সের গুদামে বিপুল পরিমাণ গত বছরের মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল মজুদ রাখা ছিল। এগুলোর বেশিরভাগই দুর্গন্ধযুক্ত ও পোকাধরা ছিল। এসব বিপজ্জনক খাদ্যপণ্য বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স আল মদিনা ট্রেডার্সের মালিক শফিকুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে প্রতিষ্ঠানের গুদাম থেকে জব্দ ৫০০ কেজি খেজুর ও ৩৭৫ কেজি ডাল ধ্বংস করা হয়।

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান বলেন, নিরাপদ খাদ্য অধিদফতর ও ভোক্তা অধিকার অধিদফতরের যৌথ অভিযানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ও মানহীন খেজুর-ডাল জব্দ করা হয়েছে। এগুলো পোকাধরা ছিল এবং বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখা হয়েছিল। জনস্বার্থে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।