পটুয়াখালীর মির্জাগঞ্জের মজিদবাড়িয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেবাশীষ কুমার মিঠুন(৩৭) কে গ্রেফতার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
বুধবার (৭ মে) রাত সাড়ে ৮টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে উপজেলার খলিশাখালী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামীম হাওলাদার জানান, ‘অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদককে রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।