সোনাগাজীতে শটগান ও ওয়াকিটকিসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

সোনাগাজীতে নয় মামলার ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলাম রিপনকে শটগান ও ওয়াকিটকিসহ গ্রেফতার করেছে পুলিশ; তার পরিবারের হামলায় ছিনিয়ে নেয়া অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

সোনাগাজী (ফেনী) সংবাদদাতা

Location :

Sonagazi
সোনাগাজীতে শটগান ও ওয়াকিটকিসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার
সোনাগাজীতে শটগান ও ওয়াকিটকিসহ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার |নয়া দিগন্ত

ফেনীর সোনাগাজীতে ওয়ারেন্টভুক্ত আসামি জাহিদুল ইসলাম রিপনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া শটগান ও ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার আমিরাবাদ ইউনিয়ন থেকে তাকে গ্রেফতার করা হয়।

আসামি রিপন আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আবুল হাশেমের ছেলে। তার বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্র-আইনে নয়টি মামলা রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোনাগাজী থানার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি জাহেদুল ইসলাম রিপন ও রফিকুল ইসলাম আরিফকে গ্রেফতার করতে গেলে তাদের পরিবারের সদস্যরা দা ও অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে একটি শটগান ও একটি ওয়াকিটকি ছিনিয়ে নেয়। এরপর পুলিশ সদস্যের সংখ্যা বাড়িয়ে চিরুনি অভিযানের মাধ্যমে আসামি রিপনকে শটগান ও ওয়াকিটকিসহ গ্রেফতার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, ‘আসামির বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। আমরা আমাদের ছিনিয়ে নেয়া অস্ত্র ও ওয়াকিটকি উদ্ধার করেছি।’